ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

শিক্ষা

বরিশাল শিক্ষাবোর্ডে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, অক্টোবর ১২, ২০২০
বরিশাল শিক্ষাবোর্ডে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ...

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে প্রধান অতিথি হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃজেলা শিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এ কর্নারের উদ্বোধন করেন।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজধানীর ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আফম বাহারুল আলম, কলেজ পরিদর্শক অধ্যাপক ড. লিয়াকত হোসেন প্রমুখ।

পরে ফলক উন্মোচন ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বরিশাল শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন প্রধান অতিথি মু. জিয়াউল হক।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।