ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জাবির নতুন প্রক্টর তপন কুমার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, জানুয়ারি ১৭, ২০১২
জাবির নতুন প্রক্টর তপন কুমার

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. তপন কুমার সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক।



নিজ ক্ষমতা বলে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শরিফ এনামুল কবির এ নিয়োগ প্রদান করেছেন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক জাবির প্রক্টর নিয়োগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

নিয়োগ পাওয়ার পর তপন কুমার সাহা বাংলানিউজকে জানান, তিনি বিকেলে প্রক্টরিয়াল বডির সঙ্গে বৈঠক করবেন।

দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।  


বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।