ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চলতি শিক্ষাবর্ষে উন্নয়ন ফি ও ছুটি কমালো ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
চলতি শিক্ষাবর্ষে উন্নয়ন ফি ও ছুটি কমালো ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: চলতি শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন ফি অর্ধেক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মো.  আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সদস্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিভাগের উন্নয়ন ফি অর্ধেক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকায়ও ব্যাপক পরিবর্তন করা  হয়েছে। শীতকালীন ছুটি ১৭ দিন থেকে কমিয়ে ৭ দিন এবং গ্রীষ্মকালীন ছুটি ৪০ দিন থেকে কমিয়ে ২০ দিন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ