ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এক ঘণ্টা বাড়ানো হলো ইবির দাপ্তরিক কাজের সময় 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
এক ঘণ্টা বাড়ানো হলো ইবির দাপ্তরিক কাজের সময় 

ইবি: করোনা মহামারির কারণে ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি বাড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।  

শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আদেশ এলে রোববার (১ নভেম্বর) রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।

করোনার মধ্যেও বিভিন্ন দপ্তর সীমিত পরিসরে চালু রেখেছে ইবি কর্তৃপক্ষ। তবে, পূর্ব নির্ধারিত সময়ের সঙ্গে দাপ্তরিক কাজে আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এক ঘণ্টা বাড়িয়ে অফিসের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) থেকে এ সময়সূচি কার্যকর হবে বলে জানায় রেজিস্ট্রার দপ্তর।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অফিস সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিল।
 
করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে গত ১৩ এপ্রিলে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ক্লাস, পরীক্ষা ও হলগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। পরে একাডেমিক কাজ চালিয়ে নেওয়ার লক্ষ্যে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বর্তমানে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ