ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রিটেক ও মানোন্নয়ন পরীক্ষার সুযোগ পাচ্ছেন ইবি শিক্ষার্থীরা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
রিটেক ও মানোন্নয়ন পরীক্ষার সুযোগ পাচ্ছেন ইবি শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইবি (কুষ্টিয়া): করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ইবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের পর করোনার কারণে বেশ কয়েকটি বিভাগের রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করেন।

শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগীয় সভাপতিদের সঙ্গে বসেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন প্রশাসন। পরীক্ষায় একত্রে ১০ জনের বেশি শিক্ষার্থী অংশ নিতে পারবেন না। স্বাস্থ্যবিধি মেনে ও কোনো ধরনের আবাসিক সুবিধা ছাড়াই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে- এ সিদ্ধান্ত দেয় প্রশাসন। এরই মধ্যে আমরা স্ব স্ব বিভাগ বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছি।
  
আবুল কালাম আজাদ আরও বলেন, মানোন্নয়ন ও রিটেক নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতির মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করবেন। পাশাপাশি বিভাগীয় একাডেমিক সভার সুপারিশ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর জানাবেন। বিভাগের সুপারিশে এবং উপাচার্যের অনুমতিক্রমে ওই বিভাগের পরীক্ষা নেওয়ার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ