ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কিন্ডারগার্টেন স্কুল-কলেজের দাবি আদায়ে অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
কিন্ডারগার্টেন স্কুল-কলেজের দাবি আদায়ে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি, ছবি: জিএম মুজিবুর

ঢাকা: তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় কিন্ডারগার্টেন স্কুল কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল-কলেজ অ্যাসোসিয়েশন।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে ঐক্য পরিষদের সভাপতি মো. আহসান সিদ্দিকী বলেন, বাংলাদেশের প্রায় সব কিন্ডারগার্টেন স্কুল-কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে ভাড়াবাড়িতে পরিচালনা করে আসছি। সারাদেশে প্রায় ৬৫ হাজারের মতো এ ধরনের প্রতিষ্ঠান আছে। এতে প্রায় ১২ লাখ শিক্ষক-কর্মচারী নিয়োজিত। এসব প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রাপ্ত টিউশন ফি দ্বারা পরিচালিত হয়।

তিনি বলেন, গত ১৬ মার্চ থেকে দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রায় সব প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়ে। আমাদের এসব কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ আয়ের উৎস বন্ধ হয়ে যায়। এর ফলে এখন পর্যন্ত ৮ মাসের বাড়ি ভাড়া দেওয়া সম্ভব হয়নি। এমনকি শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। বাড়িওয়ালারাও প্রতিনিয়ত ভাড়ার জন্য চাপ দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের শতকরা ৮০ শতাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং লাখ লাখ শিক্ষক কর্মচারী ও পরিচালক বেকার হয়ে যাবে।

সরকারের সুদৃষ্টি কামনা করে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি শিক্ষকদের দাবি না মানা হয় তাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এ সময় তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তাদের দাবিগুলো: বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির দুর্যোগকালীন কিন্ডারগার্টেন স্কুল-কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিচালকদের উদ্যোক্তা ঘোষণার মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে, ২০২১ সালের ভর্তির সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দিতে হবে, বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নেওয়ার সুযোগ দিতে হবে।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মো. শরিফুল ইসলাম স্বপন, মাসুদ আখন্দ, মুক্তার আহমেদ অপু, প্রিয় শংকর বন্দোপাধ্যায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা,  নভেম্বর ০৯, ২০২০
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ