ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবি উপ-উপাচার্যের মেয়াদ শেষ, পদ শূন্য

বাকৃবি করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
বাকৃবি উপ-উপাচার্যের মেয়াদ শেষ, পদ শূন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপ-উপাচার্য হিসেবে পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানের মেয়াদ শেষ হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, উপ-উপাচার্য হিসেবে যোগদানের পর গত ২১ জানুয়ারি তার চার বছরের কার্য মেয়াদ শেষ করেন অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। পরে আর তার মেয়াদ বাড়ানো হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদটি শূন্য রয়েছে।

জানা যায়, ২০১৭ সালের ২২ জানুয়ারি বাকৃবির প্রথম উপ-উপাচার্য হিসেবে চার বছর মেয়াদে অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানকে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ নিয়োগ দেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।