ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ শিক্ষার্থী ...

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার শতভাগ। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ শিক্ষার্থী।

শনিবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদফতর ও শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে (www.rajshahieducationboard.gov.bd) একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২০ এর ফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক জানান, এবার বোর্ডে পাসের হার শতভাগ।

এই শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ শিক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র ৮০ হাজার ১২৯ জন ও ছাত্রী ৬৯ হাজার ৮৪৭ জন।

এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৫৬৮ শিক্ষার্থী। এর মধ্যে ১২ হাজার ৫৫৬ জন ছাত্র ও ১৪ হাজার ৩ জন ছাত্রী রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।