ঢাকা: এইচএসসি ফল প্রকাশের দিনেও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সুনসান নীরবতা। নেই এইচএসসি উত্তীর্ণদের উল্লাস কোলাহল।
শনিবার (৩০ জানুয়ারি) ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। করোনা মহামারির কারণে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে পূর্বের পাবলিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে।
যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থাকে অভিভাবক ও শিক্ষার্থীদের বাধভাঙ্গা উচ্ছ্বাস। কিন্তু মহামারি করোনায় সেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নিবৃত্ত করে দিলো।
শনিবার সকাল সাড়ে ৯টা। রাজধানীর বিখ্যাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা গেলো সুনসান নীরবতা। এক নম্বর গেট বন্ধ রয়েছে। গেটে গিয়ে নিরাপত্তা কর্মীকে গণমাধ্যম কর্মী পরিচয় দিয়ে এইচএসসি পরীক্ষার ফলাফলের বিষয়ে জানতে চাইলেই গার্ড রমজান আলী বলেন, 'স্যার এবার করোনা তো, তাই ফলাফল অনলাইনে দেওয়া হবে, কলেজে জড়ো হওয়া নিষেধ, তাই শিক্ষার্থী-অভিভাবকরা আসেননি'।
খোঁজ নিয়ে জানা গেলো, এবার এইচএসসি ফল প্রকাশের পর মিডিয়ায় কোনো ব্রিফিংও করবে না স্কুল কর্তৃপক্ষ।
অন্য বছর ফল প্রকাশের সময় থাকে প্রাণচাঞ্চল্য। বাঁশি আর হারমনিয়াম নিয়ে উচ্ছ্বাসে মেতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্কুলের গার্ড রমজান আলী বলেন, দুই দশক ধরে এখানে চাকরি করছেন। পরীক্ষার ফল প্রকাশের সময় এমন দৃশ্য আগে কখনো দেখেননি। করেনা সেই প্রাণ চাঞ্চল্য কেড়ে নিয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
টিএম/কেএআর