জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে মাত্র দু’জন চিকিৎসক থাকায় ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, স্থানীয়রা হামলা করতে শুরু করেছেন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এরপর কয়েক দফা সংঘর্ষে প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হলেও বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে মাত্র দু’জন চিকিৎসকই চিকিৎসা দিচ্ছেন। ফলে আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসাটুকুও পাচ্ছেন না।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মেডিক্যাল অফিসার ড. শামসুর রহমান বলেন, আমি চিকিৎসক আনার চেষ্টা করছি। তোমাদের ফোনের যন্ত্রনায় তো আমি ডাক্তারদের ফোন দেওয়ার সুযোগই পাচ্ছি না।
ঘটনার পর কয়েক ঘণ্টা পার হলেও চিকিৎসক না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, তোমরা তো আমাকে ফোন দেওয়ার সুযোগটা দিবা? পরে তিনি ফোন কেটে দেন।
** জাবিতে আহত ৪০, মেডিক্যাল সেন্টারে চিকিৎসক আছেন মাত্র দু’জন
** জাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত ৫
** জাবি সংলগ্ন এলাকা রণক্ষেত্র, নির্বিকার প্রশাসন
** ৩ ঘণ্টায়ও থামেনি সংঘর্ষ, প্রশাসনের 'অবহেলায়' নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এসআই