ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
‘সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই’ ...

ব‌রিশাল: বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ব‌লেন,  প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। একজন মানুষকে বহুগুণে গুণান্বিত হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন।

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। কেননা সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই। এক্ষেত্রে শিক্ষকরাই হচ্ছেন পথ প্রদর্শক।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ২ দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় এ কথা বলেন ‌তি‌নি।

বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অনলাইনে সংযুক্ত হয়ে তিনি ‘ট্রেনিং অন গুড গভার্নেস, অফিস এন্ড ফাইনেনশিয়াল।  Training on Good Governance, Office & Financial Management’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন।

অনলাইনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেম্বার ডিরেক্টিং স্টাফ (প্রজেক্ট) সৈয়দ মিজানুর রহমান, এনডিসি।

২ দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট ও দপ্তরপ্রধান কর্মশালায় অংশ নেন।

৯ সেপ্টেম্বর কর্মশালার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশিক্ষণ নিবেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৮, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ