ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের বুথে টিকা পাবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
বিশ্ববিদ্যালয়ের বুথে টিকা পাবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) যেসব শিক্ষার্থী এখনো টিকা পাননি তাদের বিশ্ববিদ্যালয়ের বুথে টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষার্থী এখনো টিকা পাননি তাদের জন্য ক্যাম্পাসে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয় খুললে দ্রুত সময়ে এসব শিক্ষার্থী টিকা পাবেন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মসনদ দিয়ে রেজিস্ট্রেশন করার সুয়োগ পাবেন। বিশ্ববিদ্যালয় থেকে যে লিংক দেওয়া হবে সেখানে গিয়ে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। ’

উপাচার্য আরও বলেন, ‘শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হলে অবশ্যই টিকা দিয়ে বা টিকার রেজিস্ট্রেশন করা থাকতে হবে। যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। ’

টিকার রেজিস্ট্রেশনবিহীন কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না বলে জানান উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।