ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির হল খুলছে ৯ অক্টোবর, ক্লাস শুরু ২০ অক্টোবর

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
ইবির হল খুলছে ৯ অক্টোবর, ক্লাস শুরু ২০ অক্টোবর

ইবি: দীর্ঘ ১৮ মাস পর অবশেষে আগামী ৯ অক্টোবর খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল। পাশাপাশি ২০ অক্টোবর থেকে সশরীরে শুরু হবে ক্লাস।

 

সোমবার (৪ অক্টোবর) রাতে এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিন্ডিকেট শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

উপার্চায বলনে, আমরা ৯ অক্টোবর সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে ওঠাব। শুধু আবাসিক কার্ডধারী ও কমপক্ষে এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আপাতত গণরুম থাকছে না। পরস্থিতি ববিচেনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধাও চালু করা হবে।

এর আগে সকাল ১১টায় আবাসিক হলগুলো খোলা ও ক্লাস যথারীতি চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের ১২১তম (জরুরি) সভা হয়। সভা শেষে উপাচার্য আবাসিক হল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।