ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাসচালকের সহকারীর চড়-থাপ্পড়

মামলার প্রস্তুতি নিচ্ছেন ঢাবির সেই ছাত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
মামলার প্রস্তুতি নিচ্ছেন ঢাবির সেই ছাত্রী প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): তরঙ্গ বাসচালকের সহকারীর হাতে মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাফিয়া তামান্না মামলার প্রস্তুতি নিচ্ছেন।  

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।

 

৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর রামপুরা ব্রিজ স্টপেজে ওই ঘটনা ঘটে। ঘটনার বিবরণ দিয়ে রাফিয়া তামান্না জিডিতে লেখেন, বাসে ওঠার পরপরই চালকের সহকারী অসদাচরণ করেন। পরে ভাড়া চাওয়ার সময় শিক্ষার্থী পরিচয় দিলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন চালকের সহকারী। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তাকে চড় মারেন তামান্না। পরে চালকের সহকারী তামান্নাকে চড়-থাপ্পড় ও কিল ঘুষি দেন। এতে তার নাক থেকে রক্ত পড়া শুরু হয়।

এ বিষয়ে ভুক্তভুগী রাফিয়া তামান্না বাংলানিউজকে বলেন, আমি এ ঘটনায় জিডি করেছি। এখন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি কোন ধারায় মামলা করা যায়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, থানায় আসার পর আমরা অভিযোগটা গুরুত্ব দিয়ে দেখি। অভিযোগ লেখার মধ্যেই আমি খোঁজ নিয়ে ওই চালকের সহকারীকে থানায় আনতে সক্ষম হই। পরবর্তীতে মোটর শ্রমিকের লোকজনসহ সবাই ওই ছাত্রীর নিকট ক্ষমা চায়। পরিবারের সম্মতিতে বিষয়টি জিডি হিসেবে গ্রহণ করা হয়।  

তিনি আরও বলেন, আমি জিজ্ঞেস করেছি কোনো ধরনের শ্লীলতাহানি ঘটেছে কি না। কিন্তু তিনি সেরকম কিছু বলেননি। শ্লীলতাহানি ঘটলে তখন মামলা হিসেবে গ্রহণ করা হতো। আর জিডির বিষয়ে আমরা একটা তদন্ত রিপোর্ট দিব।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
এসকেবি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।