ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি শিক্ষার্থীরা টিকা পাচ্ছেন সোমবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
শাবিপ্রবি শিক্ষার্থীরা টিকা পাচ্ছেন সোমবার

শাবিপ্রবি (সিলেট): সোমবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব বর্ষের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন।

তিনি বলেন, সোমবার থেকে সব বর্ষের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হবে। যারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্ম নিবন্ধন সনদ দিয়ে টিকার আবেদন করেছেন, তারা সবাই টিকা নিতে পারবেন।

কবির হোসেন আরও বলেন, প্রথম দিন মাস্টার্স ও চতুর্থ বর্ষ, এরপর তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের টিকা দিয়েছি। সোমবার থেকে সবাই টিকা নিতে পারবেন। আগামী ২৫ অক্টোবর যেহেতু ক্যাম্পাস ও হল খুলে দিচ্ছে। তাই আমরা অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করে শিক্ষার্থীদের হলে তুলতে চাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।