ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির গবেষণা খাতে পূবালী ব্যাংকের অনুদান

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
শাবিপ্রবির গবেষণা খাতে পূবালী ব্যাংকের অনুদান

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা খাতে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রশাসনিক ভবন-২ এর সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের কাছে অনুদানের চেক হস্তান্তর করে পূবালী ব্যাংকের প্রতিনিধি দল।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। তিনি বলেন, গবেষণায় অনন্য অবদান রাখছে শাবিপ্রবি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট ক্রমান্বয়ে বাড়তে বাড়তে বর্তমানে বছরে ছয় কোটি টাকায় উন্নীত হয়েছে। পূবালী ব্যাংক বিগত বছরের ন্যায় এবারও ১৫ লাখ টাকা সাস্ট রিসার্চ সেন্টারকে অনুদান দিয়েছে, যা সত্যি প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মহিবুল আলম।

এ সময়উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন, অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ. ন. ম. জয়নাল আবেদীন, পূবালী ব্যাংক প্রিন্সিপাল অফিস সিলেট শাখার পরিচালক জেনারেল ম্যানেজার দেওয়ান জামিল মাসুদ, সিলেট পূর্বাঞ্চলের ডিজিএম জিয়াউল হক চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চলের ডিজিএম মো. সাইফুল ইসলাম ও পাঠানটুলা ব্রাঞ্চের ম্যানেজার মাকসুদা বেগম।

আরও উপস্থিত ছিলেন ডিজিএম মো. মশিউর রহমান খান, শিবগঞ্জ শাখার ম্যানেজার এস এম মহিদুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার মো. রাজু আহমেদ, সিনিয়র অফিসার মো. সোহেল আবিদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।