ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
রাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার

রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সোমবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

রোববার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬৭৬ জন অংশগ্রহণ করবেন। ‘সি’ ইউনিটের অধীনে বিজনেজ স্টাডিজ অনুষদভুক্ত ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৫টি আসন রয়েছে।    

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।