ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষা: 'ডি' ইউনিটে ১৩১৩ পরীক্ষার্থী 

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
ইবির ভর্তি পরীক্ষা: 'ডি' ইউনিটে ১৩১৩ পরীক্ষার্থী 

ইবি: গুচ্ছ পদ্ধতির বাইরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে।  

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় এ পরীক্ষায় মোট আবেদন জমা পড়েছে ১ হাজার ৩১৩টি।

২৪০ আসনের একেকটির বিপরীতে লড়বেন ৫ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৭ অক্টোবর থেকে ‘ডি’ ইউনিটের আবেদন শুরু হয়ে ২০ অক্টোবর আবেদন শেষ হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন শুরু হয়। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রবেশপত্র উত্তোলন করা যাবে বলে জানিয়েছে আইসিটি সেল। তবে প্রবেশপত্র উত্তোলনে বিড়ম্বনার কথা জানিয়েছেন ভর্তিচ্ছুরা।

যারা বিড়ম্বনায় পড়ছেন, তারা ওয়েবসাইটে অভিযোগ বক্সে অভিযোগ করলে সমাধান করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া।

তিনি বলেন, ভর্তিচ্ছুদের ভুলের কারণে এমনটি হচ্ছে। অনেকে নম্বর ও পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে ভুল করেছে। তবে যারা অভিযোগ করেছে, তাদের সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘন্টা, নভেম্বর ০১, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।