ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেখ হাসিনার সরকার ছাড়া কেউ পাহাড়ে স্কুল-কলেজ করেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
শেখ হাসিনার সরকার ছাড়া কেউ পাহাড়ে স্কুল-কলেজ করেনি

খাগড়াছড়ি: আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ব্রিটিশ আমল থেকে  অনেক সরকার ক্ষমতায় ছিল। তবে শেখ হাসিনার সরকার ছাড়া আর কোনো সরকার পার্বত্য অঞ্চলের মানুষকে শিক্ষিত করার জন্য কোনো স্কুল-কলেজ স্থাপন করেনি বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি মানিকছড়ি গাড়ীটানা উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে গাড়ীটানা উচ্চ বিদ্যালযের দ্বিতল ভবন ও ৫০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত মানিকছড়ি শিশু পার্ক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।