ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি আবৃত্তি সংসদের সভাপতি জহির, সম্পাদক নুহিন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
জবি আবৃত্তি সংসদের সভাপতি জহির, সম্পাদক নুহিন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য আবৃত্তি সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মো. জহির উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বোটানি বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনন্যামা নাসুহা নুহিন।

 

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) জবি আবৃত্তি সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায়  সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।  

কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন, সহ-সভাপতি লাবণ্য ভৌমিক, ফারহানা কবীর প্রতি, সহ-সাধারণ সম্পাদক তোরফা আজিজা পিয়ার, সাংগঠনিক সম্পাদক সাদিকাতুন নিসা, এহসানুল হক রকি, অর্থ সম্পাদক সাজিয়া ইফ্ফাত, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আলম নুর, কর্মশালা সম্পাদক রিয়াজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক সাদিয়া সালাম সাথী, প্রচার সম্পাদক অন্তরা ইসলাম, গ্রন্থাগার সম্পাদক ফারিহা আলম লাবণ্য, সাহিত্য সম্পাদক মাঈন আল মুবাশ্বির, প্রকাশনা সম্পাদক বেনজির আহমেদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মালিহা এবং নিগার নিশাত নির্বাচিত হন।   
 
সভায় উপস্থিত ছিলেন জবি আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, কমিটির সদ্য বিদায়ী সভাপতি আব্দুল্যাহ আল সায়মূন পাভেল এবং সাধারণ সম্পাদক মো. নাজমুল হাছান নোমান।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ০৫,২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।