ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

টাকা ফেরত পাবে এসএসসি পরীক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
টাকা ফেরত পাবে এসএসসি পরীক্ষার্থীরা

বরিশাল: টাকা ফেরত পাবে বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন সময়ে এ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বোর্ড থেকে জারি করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে ২০২১ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হবে। যে কারণে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়া হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা ফেরত নিতে পারবে শিক্ষার্থীরা। প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের যে সব বিষয়ে পরীক্ষায়
অংশ নেবে সেসব বিষয় ছাড়া অন্য বিষয় বা পত্র প্রতি ৩০ টাকা করে ফেরত দেওয়া হবে। ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে (আইসিটি ব্যতীত) আদায় করা বোর্ড ফি থেকে বিষয় প্রতি ২০ টাকা, আইসিটি বিষয়ের ব্যবহারিক বোর্ড ফি ৩০ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক বোর্ড ফি ৩০ টাকা ফেরত দেওয়া হবে। এছাড়াও ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যেসব শিক্ষার্থী ফরম পূরণ করেছে তাদের কেন্দ্র ফি থেকে পরীক্ষার্থী প্রতি একশ’ টাকা এবং আইসিটি বিষয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃক আদায়কৃত ২৫ টাকা ও চতুর্থ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাবদ আদায়কৃত ১০ টাকা ফেরত দেওয়া হবে।

এছাড়া যারা ফরম পূরণ করেছে কিন্তু পরীক্ষায় অংশ নিতে  হবে না সে ক্ষেত্রে কেন্দ্র ফি বাবদ আদায়কৃত চারশ’ টাকা এবং আইসিটি বিষয়ে অতিরিক্ত আরও ২৫ টাকা ও চতুর্থ
বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাবদ প্রতিষ্ঠান কর্তৃক আদায়কৃত আরও ১০ টাকা ফেরত পাবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।