ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭ কলেজের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
৭ কলেজের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় সাড়ে ছয় হাজার আসনের বিপরীতে ২৭ হাজার ৭০৮ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৫৭.৭০%।

অন্যদিকে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় পাঁচ হাজার ৩১০ আসনের বিপরীতে ১৭ হাজার ৬১৩ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার বিস্তারিত ফল (https://collegeadmission.eis.du.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসকেবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।