ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির গবেষণা প্রকল্পে ২ কোটি টাকা বরাদ্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
খুবির গবেষণা প্রকল্পে ২ কোটি টাকা বরাদ্দ ...

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এ্যাডভাইজারি কমিটির ১১ তম সভা রোববার (১৪ নভেম্বর) দুপুরে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের ৭৩টি প্রকল্প প্রস্তাবনা পর্যালোচনা করে ৬২টি গবেষণা প্রকল্পের বিপরীতে দুই কোটি এক লাখ ৯০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়।

এটাই এযাবতকালের গবেষণা প্রকল্পের সর্বোচ্চ বরাদ্দ। ২০২১-২২ অর্থবছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গবেষণা অনুকূলে প্রাপ্ত বরাদ্দের ভিত্তিতে এসব প্রকল্পে অনুদান দেওয়া হয়। এসব গবেষণা প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ১-৩ বছর। সভায় কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আশা প্রকাশ করেন ভবিষ্যতে গবেষণা প্রকল্পে আরও বেশি বরাদ্দ পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নবীন-প্রবীণ গবেষকদের গবেষণায় নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়কে গবেষণায় উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। কারণ, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ গবেষণা। গবেষণার মাধ্যমেই বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবনার পাশাপাশি দিক-নির্দেশনা দেওয়া হয়। তিনি গবেষণা অনুদানপ্রাপ্ত গবেষকদের গবেষণার সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।