ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে সাইকোথেরাপি ইউনিট উদ্বোধন

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
রাবিতে সাইকোথেরাপি ইউনিট উদ্বোধন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সাইকোথেরাপি ইউনিটের উদ্বোধন করা হয়েছে।  

রোববার (২৮ নভেম্বর) বিকেলে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের উত্তর পাশে সাইকোথেরাপি ইউনিটের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আনওয়ারুল হাসান সুফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম-ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, মানসিক সমস্যা যেকোনো শ্রেণির মানুষের ওপর বাজে ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্বের ১০ শতাংশ মানুষ মানসিক অবসাদে আক্রান্ত। সমাজে ডিপ্রেশনে ভুগছে এমন মানুষগুলোকে দেখলে সাহায্যের হাত না বাড়িয়ে বরং তাদের উল্টো দোষারোপ করি আমরা। আমরা যখন শিক্ষার্থীদের ডিল করবো তখন প্রথমেই তাদের মনোজাগতিক বিষয়টাকে সব থেকে গুরুত্ব দিতে হবে। 'মন' মানুষের চিন্তার পরিধি বাড়ায়। তা বাধাগ্রস্ত হলে সমাজে খারাপ প্রভাব পড়ে। সাইকোথেরাপি ইউনিটকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যতটুকু করা প্রয়োজন আমরা করবো।  

মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আনওয়ারুল হাসান সুফি বলেন, করোনা মহামারির কারণে আমাদের অনেক প্রতিকূলতা পার হয়ে আসতে হয়েছে। করোনার কারণে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে। তাদের সঠিক পরামর্শ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। বৈদেশিক বিজ্ঞানীরা স্বাস্থ্য ও মন দুটো ব্যাপার নিয়ে খুবই আগ্রহী।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।