ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ফেনীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

ফেনী: আগামী ১ এপ্রিল ২০১২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের সময়সূচি পরিবর্তনের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে শহরের ট্রাংক রোডে ফেনী প্রেসক্লাবের সামনে আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় ফেনী সরকারি কলেজ ও ফেনী জয়নাল হাজারী কলেজের বিজ্ঞান বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী ব্যানার ও বিভিন্ন ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে নাঈমুর রহমান, রিয়াজ উদ্দিন ও আবদুল্লাহ-আল-মামুন জানান, আগামী ১ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত পরীক্ষার সময় ঘোষণা করেছে জাতীয় শিক্ষা বোর্ড। কিন্তু এতো অল্পদিনের মধ্যে ভালোভাবে রিভিশন শেষ করে পরীক্ষাগুলো দেওয়া অধিকাংশ পরীক্ষার্থীর পক্ষেই সম্ভব হবে না।

এজন্য তারা এ সময় পরীক্ষাগুলোর মধ্যে ছুটি বাড়িয়ে নতুন করে পরীক্ষার সময়সূচি দেওয়ার দাবি জানায়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।