ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেহেরপুরে ৪৯০০ জন প্রার্থী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

মেহেরপুর: মেহেরপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় জেলায় মোট ৪ হাজার ৯’শ জন প্রার্থী অংশ নিয়েছেন।



২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়, শেষ হয় বেলা সাড়ে ১১টায়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী বাংলানিউজকে জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় মেহেরপুরের ৩টি উপজেলায় ১৩১টি পদের বিপরীতে ৪ হাজার ৯’শ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক সাহান আরা বানু, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খোন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোমিনসহ প্রশাসনিক কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।