ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শিক্ষা

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন ডেইলি সান সম্পাদক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, মে ১৪, ২০২২
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন ডেইলি সান সম্পাদক

ঢাকা: বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী।

বিশ্ববিদ্যালয়টির পরিচালনা পর্ষদ ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১৭ এর ‘চ’ উপধারা অনুযায়ী আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলর হিসেবে এই মনোনয়ন দিয়েছে বলে শনিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিজ্ঞ সাংবাদিক এনামুল হক চৌধুরী ডেইলি সানের সম্পাদনায় আসার আগে ভারতে বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (প্রেস) হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের একজন সদস্যও ছিলেন তিনি।

সাংবাদিকতায় দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ সংবাদ সংস্থা, বিডিনিউজ, রয়টার্স, দেশ টেলিভিশন, অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভার, ডেইলি নিউজ, দ্য ইন্ডিপেন্ডেন্টে কাজ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ১৪, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।