ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

শিক্ষা

খুবির ক্লাস শুরু ১৭ জুলাই, পরীক্ষা ১৩ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ২১, ২০২২
খুবির ক্লাস শুরু ১৭ জুলাই, পরীক্ষা ১৩ নভেম্বর

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সব ডিসিপ্লিনের সব বর্ষের দ্বিতীয় টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।

প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস শুরু ১৭ জুলাই, যা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত (দুর্গাপূজার ছুটিসহ)।

কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা ছাড়া) ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত, কোর্স রেজিস্ট্রেশন (জরিমানাসহ) ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ৩০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত, পরীক্ষা গ্রহণ ১৩ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। টার্ম ব্রেক ও শীতকালীন ছুটি ১১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২১, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।