ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে সাবেক সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে সাবেক সভাপতি গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে গান্ধাইল ইউনিয়নের টিকরাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদকে পেটানোর অভিযোগে দায়ের করা মামলায় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (৪ সেপ্টেম্বর) রাতে টিকরাভিটা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুস সালামকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজকে পাঠানো হয়েছে।  

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুস সালামের মেয়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার গত ২৮ আগষ্ট প্রথম শ্রেণির ছাত্র হাবিবকে বেত্রাঘাত করেন। প্রধান শিক্ষক আব্দুল মজিদ এ বিষয়ে আব্দুস সালামের কাছে অভিযোগ করেন। কিন্তু আব্দুস সালাম মেয়ে শামসুন্নাহারের পক্ষ নিয়ে গত ১ সেপ্টেম্বর সহযোগীদের নিয়ে এসে স্কুল ক্যাম্পাসে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক আব্দুল মজিদ ওই দিনই কাজিপুর থানায় মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।