ঢাকা: এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র বিষয়ে সারাদেশে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১৬ হাজার ৬২৭ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ছয় জন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত দুই হাজার ২৩৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, মোট ১৫ লাখ ৩০ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৫ লাখ ১৪ হাজার ১৮৮ জন। এ হিসেবে অনুপস্থিত ১৬ হাজার ৬২৭ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে তা ১ দশমিক ৯ শতাংশ।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকায় তিন হাজার ৭২১ জন, চট্টগ্রামে এক হাজার ৬৮৩ জন, রাজশাহীতে এক হাজার ৭১৯ জন, বরিশালে ৯৯২ জন, সিলেটে এক হাজার ১১৯ জন, দিনাজপুরে এক হাজার ৬৯৬ জন, কুমিল্লায় দুই হাজার ৮৬৬ জন, ময়মনসিংহে এক হাজার ২ জন, যশোরে এক হাজার ৮২৯ জন।
আর বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকায় ১ জন, চট্টগ্রামে ২ জন কুমিল্লায় ১ জন, ময়মনসিংহে ২ জন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমআইএইচ/এসএ