ঢাকা বিশ্ববিদ্যালয়: গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ইস্যুতে ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদাউসকে লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রোববার (২৫ সেপ্টেম্বর) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অপরদিকে লাঞ্ছনার শিকার সহ-সভাপতি জান্নাতুল ফেরদাউস বঙ্গমাতা হলের সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে।
কলেজ শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সম্প্রতি গণমাধ্যমে সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনিয়ম নিয়ে কথা বলায় তাদের অনুসারীরা ক্ষুব্ধ হন। এ কারণে সহ-সভাপতি রোখসানা ও আয়শা আক্তার মিসহ কয়েকজন জান্নাতুল ফেরদাউসকে লাঞ্ছিত করেন এবং সাক্ষাৎকারের বিষয়ে জানতে চান। পরে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ প্রদর্শন করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এসকেবি