ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

হরিপুরে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৬০ শিক্ষার্থী অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
হরিপুরে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৬০ শিক্ষার্থী অসুস্থ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে টিউবওয়েলে পানি পান করে কমপক্ষে ৬০ জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শীতলপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ ছাত্র-ছাত্রীদের স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল কর্তৃপক্ষের ধারণা, টিউবওয়েলের পানিতে কে বা কারা বিষ মিশিয়ে দিয়েছেন, আর সেই পানি পান করে কমপক্ষে ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মাথা ব্যথা, গলা জ্বলা, বমি বমি ভাবসহ নানা উপসর্গ দেখা দিয়েছে।

এ ব্যাপারে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এ বি এম রাশেদুজ্জামান জানান, টিউবওয়েলে পানি পান করে অসুস্থ হয়ে পড়া কয়েকজন ছাত্র-ছাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্কুল কর্তৃপক্ষ।  চিকিৎসা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad