ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাংবাদিকরা সমাজের চিত্রকে সামনে তুলে ধরেন: জবি উপাচার্য 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
সাংবাদিকরা সমাজের চিত্রকে সামনে তুলে ধরেন: জবি উপাচার্য 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের চিত্রকে সামনে তুলে ধরেন।

 

তিনি বলেন, সমাজের সব ক্ষেত্রে সাংবাদিকদের বিচরণ। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ ও বিশ্বকে জাগ্রত রাখেন সাংবাদিকরা।  

বুধবার (১৬ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠানের র‍্যালি শেষে এসব কথা বলেন তিনি।  

অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমানতালে এগিয়ে যাবে। সাংবাদিকতা বিভাগের উন্নয়নে যা কিছু দরকার সেই কাজগুলো ধারাবাহিকভাবে করা হবে।  

এ সময় বিভাগীয় চেয়ারপারসন ড. শাহ মো. নিসতার জাহান কবির, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময় ১০০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২ 

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।