ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে শীর্ষে ভোলা, শেষে পটুয়াখালী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, নভেম্বর ২৮, ২০২২
বরিশাল বোর্ডে শীর্ষে ভোলা, শেষে পটুয়াখালী

বরিশাল: চলতি বছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে ভোলা। জেলায় মোট পাসের হার ৯২ দশমিক ৫১।

বিভাগের সবার শেষে পটুয়াখালী জেলা। পাসের হার ৮৪ দশমিক ২৩।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় এসএসসি পরীক্ষার বরিশাল বোর্ডের ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

ঘোষণা অনুযায়ী, বিভাগের পিরোজপুর জেলার পাশের হার ৯১ দশমিক ৮৩। তৃতীয় অবস্থানে রয়েছে বরগুনা জেলা, পাসের হার ৯০ দশমিক ৭৩।

বরিশাল জেলায় পাসের হার ৯০ দশমিক ৫৪। ৮৬ দশমিক ৯৩ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে ঝালকাঠি।

এ বোর্ডে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। পরবর্তী অবস্থানে ব্যবসায় শিক্ষা, এরপর মানবিক বিভাগ।

সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।   এ বিভাগে মোট ৮ হাজার ২২১ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ১ হাজার ৩২৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১৯ জন জিপিএ-৫ পেয়েছে।

বরিশাল বোর্ডে এবারে কেউ পাশ করেনি এমন কোনো স্কুল নেই।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।