ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

এসএসসি-২০২২

বাগেরহাটে পাস ৯৪ শতাংশ, এ প্লাস ২২শ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
বাগেরহাটে পাস ৯৪ শতাংশ, এ প্লাস ২২শ

বাগেরহাট: বাগেরহাটে চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১৪ হাজার ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ২৪৩ জন পাস করেছে। পাসের হার ৯৪ দশমিক ১১ শতাংশ, তাদের মধ্যে এ প্লাস পেয়েছে ১ হাজার ৯৪০ জন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় ১ হাজার ৬৫৮ জনের মধ্যে পাস করেছে ১ হাজার ৩৩৯ জন। পাসের হার ৮০ দশমিক ৭৬ শতাংশ, এ প্লাস পেয়েছে ৯০ জন।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে  দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৩ হাজার ৭৩৯ জনের মধ্যে পাস করেছে ৩ হাজার ১১৬ জন। পাসের হার ৮৩ দশমিক ৩৪ শতাংশ, এ প্লাস পেয়েছে ১৮০ জন।

বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এবার বাগেরহাটের শিক্ষার্থীদের ফলাফল অপেক্ষাকৃত ভাল। এসএসসিতে ৯৪, ভকেশনালে প্রায় ৮১ এবং দাখিলে ৮৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

বাংলাদেশ  সময়: ২০১০ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।