ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

সিইসির আশ্বাসে কর্মকর্তাদের কর্মবিরতির কর্মসূচি স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
সিইসির আশ্বাসে কর্মকর্তাদের কর্মবিরতির কর্মসূচি স্থগিত

ঢাকা: জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ (এনআইডি) নিজেদের অধীনে রাখার উদ্যোগ গ্রহণ, প্রেষণে নিয়োগের পরিবর্তে পদোন্নতির মাধ্যমে পদায়ন ও শূন্য পদ পূরণে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আশ্বাস পেয়ে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, আমাদের পূর্বের কর্মসূচি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবারের আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার নিম্নোক্ত বিষয়ে আশ্বস্ত করেন—
ক) এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার ব্যাপারে টেকনিক্যাল ও প্রশাসনিক সদস্যদের নিয়ে যৌথ কমিটি গঠন করে তাদের সুপারিশের ভিত্তিতে দ্রুততম সময়ে রাষ্ট্রপতির নিকট সুনির্দিষ্ট মতামত প্রেরণ;

খ) যুগ্মসচিব (আইন) ও উপসচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ব্যতীত সকল পদে (বিদ্যমান সার্ভিস রুল অনুযায়ী) নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কর্মকর্তা পদায়ন ও সকল শূন্য পদে দ্রুততম সময়ে পদোন্নতি প্রদান;

গ) প্রস্তাবিত লজিস্টিকসহ (ওয়্যারহাউজ ও যানবাহন) ইভিএম প্রকল্প অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ;

ঘ) প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুততম সময়ে বাস্তবায়ন করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

চলতি ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নযোগ্য প্রস্তাবসমূহ কার্যকর করা এবং বাকি প্রস্তাব দ্রুততম সময়ে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেন।

সিইসির আশ্বাসের প্রেক্ষিতে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি নিম্নোক্ত সিদ্ধান্ত নিয়েছে—

ক) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১৭তম সভার ঘোষিত কর্মসূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো।

ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর থেকে কর্মকর্তাদের কর্মসূচিতে যাওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।