ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

অর্ধবেলায় রসিকে ভোট পড়েছে ১০ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
অর্ধবেলায় রসিকে ভোট পড়েছে ১০ শতাংশ ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সাড়ে ৪টা পর্যন্ত। প্রথম চার ঘণ্টায় ১০ শতাংশ ভোট পড়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বে) দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন ভবনে তিনি এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গেছে। সেগুলো তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। সার্বিক বিবেচনায় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হচ্ছে। রসিক নির্বাচনে আগেরবারের মতো এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হচ্ছে।

নির্বাচনে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
ইইউডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।