ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পৌরসভা-ইউপি নির্বাচন

ফরিদপুরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে ভোটার উপস্থিতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
ফরিদপুরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে ভোটার উপস্থিতি ছবি: বাংলানিউজ

ফরিদপুর: সকালে কুয়াশায় ঢাকা থাকলেও ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌরসভা-ইউপি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষদের চেয়ে মহিলা ভোটার সকাল সকাল ভোট দিতে আসায় মহিলাদের দীর্ঘ লাইন ছিল।

কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা শূন্যের কোঠায় পৌঁছায়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে পৌরসভার চেয়ে তিনটি ইউনিয়নে ভোটার উপস্থিতি বেশি দেখা গেছে।  

তবে সকালে ভোটার উপস্থিতি বেশি থাকলেও দুপুরে ভোটার উপস্থিতি পৌরসভার কোনো কোনো কেন্দ্রে শূন্যই বলে চলে। দুপুর আড়াইটায় পৌরসভা নির্বাচন কেন্দ্র দুই নম্বর আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটার উপস্থিতি লাইনে দুই-চারজন দেখা যায়।

এ কেন্দ্রের বুথে সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের বসে থাকতে দেখা গেছে। বিকেলের দিকে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি থাকতে পারে বলে জানান নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা বলছেন, এখানে দ্রুত ভোট কাস্টিং হচ্ছে বিধায় লাইন দীর্ঘ হয়নি। ওই সময় পর্যন্ত এ কেন্দ্রে ৯৬৪ ভোটের মধ্যে ৫৬ শতাংশ ভোট পড়েছে।

তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরামহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আলফাডাঙ্গা পৌরসভা, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন, বুড়াইচ ইউনিয়ন ও গোপালপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আলফাডাঙ্গা পৌরসভাতে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে তিনটি (আলফাডাঙ্গা, গোপালপুর ও বুড়াইচ) ইউনিয়নে চেয়ারম্যান  পদে ১৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।