ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জুড়ী উপজেলায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
জুড়ী উপজেলায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম সেলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম সেলু (ঘোড়া প্রতীক) ৫ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মাসুক আহমদ (নৌকা প্রতীক) পেয়েছেন ২ হাজার ২১২ ভোট।

তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মিয়া (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ১ হাজার ৭২০ ভোট। ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে।

এই ইউনিয়নের নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।