ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

হেরে গেলেন দুধ দিয়ে গোসল করা আ.লীগের প্রার্থী হেকমত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
হেরে গেলেন দুধ দিয়ে গোসল করা আ.লীগের প্রার্থী হেকমত

টাঙ্গাইল: ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে গেলেন হত্যা মামলায় গ্রেফতার হয়ে ২৩ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করা আলোচিত সাবেক চেয়ারম্যান হেকমত সিকদার।  

তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

নয় কেন্দ্রের বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ বাহার মোটরসাইকেল প্রতীক নিয়ে চার হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চশমা প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম। তিনি পান তিন হাজার ৫৬৭ ভোট।  

আর দুধ দিয়ে গোসল করা আলোচিত প্রার্থী হেকমত সিকদার পেয়েছেন তিন হাজার ৪৪৩ ভোট।  

২০১৮ সালে সাগরদীঘি ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগের রাতে সহিংসতার ঘটনায় নিহত হন ওই ইউনিয়নের যুবদল নেতা আব্দুল মালেক।  

সেই মামলায় গত ১ জানুয়ারি সিআইডির হাতে গ্রেফতার হন সাবেক চেয়ারম্যান হেকমত সিকদার। পরে তিনি গত ২৩ জানুয়ারি জামিনে মুক্ত হন। জামিনে বাড়ি ফিরলে তার পরিবারের লোকজন তাকে দুধ দিয়ে গোসল করান।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।