ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংসদ নির্বাচনের উপকরণ কেনার টেণ্ডার দিচ্ছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
সংসদ নির্বাচনের উপকরণ কেনার টেণ্ডার দিচ্ছে ইসি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপকরণ কিনতে টেণ্ডার দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ই-জিপি (ন্যাশনাল গর্ভমেন্ট প্রকিউরমেন্ট) পোর্টালের মাধ্যমে দরপত্র আহ্বান করার অফিস আদেশ জারি করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

বুধবার (৫ এপিল) ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খান ওই অফিস আদেশ জারি করেন।

এতে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহারের লক্ষ্যে নির্বাচনী সামগ্রী (স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, গানি ব্যাগ, হেসিয়ান ব্যাগ, ব্যালট বাক্স, স্বচ্ছ ব্যালট বাক্সের ঢাকনা, ব্যালট বাক্সের লক ইত্যাদি) উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ই-জিপি পোর্টালের মাধ্যমে কেনার জন্য হেড অব প্রকিউরিং এনটিটি (HOPE) বা প্রকিউরিং এনটিটির (PE) অনুমোদন সাপেক্ষে ই-জিপি একাউন্টে তথ্য ইনপুট দিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেনকে দায়িত্ব দেওয়া হলো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ শেষে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকেই সব প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করছে ইসি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
ইইউডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ