ঢাকা: রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
ইসির উপ-সচিব মো. আতিয়ার বুধবার (২৬ এপ্রিল) প্রজ্ঞাপনটি জারি করেছেন।
এতে বলা হয়েছে, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট গ্রহণ করা হবে ২১ জুন।
এছাড়া রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং সিলেট সিটি করপোরেশন (সিসিকি) নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরকে নিয়োগ করা হয়েছে।
>>> আরও পড়ুন: গাসিক নির্বাচন: মনোনয়ন দাখিলে ৫ জনের বেশি নয়
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
ইইউডি/এমএমজেড