সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিন দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
মেয়রপদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ জন। তারা হলেন- মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবদুল হানিফ কুটু।
সোমবার (৮ মে) বিকেলে সিসিক নির্বাচনে রিটানিং কর্মকর্তার স্টাফ অফিসার সৈয়দ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও সোমবার পর্যন্ত কাউন্সিলর পদে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা) ৭২জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে ২৪৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তফসিল অনুযায়ী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে গত ২৭ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। এর একদিন পর ২৫ মে বাছাই সম্পন্ন হবে। ইতোমধ্যে সোমবার (০৮ মে) পর্যন্ত মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর ৭২ ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের ২৪৯ জনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এনইউ/এসএ