ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এমন কী করেছি যে আস্থায় যেতেই পারছি না: ইসি রাশেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
এমন কী করেছি যে আস্থায় যেতেই পারছি না: ইসি রাশেদা ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, আমরা কী এমন করেছি যে, আস্থায় আমরা যেতেই পারছি না, নেওয়াই যাচ্ছে না।

আমাদের ওপর আস্থা আনাই যাচ্ছে না, আস্থায় নেওয়াই যাচ্ছে না।

বুধবার (৪ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত ‘অবাধ ভোটাধিকার: প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে তিনি এমনটি বলেন।

রাশেদা সুলতানা বলেন, শুদ্ধ ভোটার তালিকা, অবাধ নির্বাচন, এটিই মূলত ইসির কাজ। জনগণ যাদের চাইবে, তারা নির্বাচিত হবেন। এ নিয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কোনো সমস্যাও নেই। প্রসঙ্গক্রমে আমাদের রাজনৈতিক বলয় অন্য রকম হয়ে গেছে। এরই ডালপালা হিসেবে সবাই বলছে, ইসি কেন সবাইকে নির্বাচনে আনার দায়িত্ব নিচ্ছে না! আমি বলতে চাই দায়িত্বটা আসলে আমাদের না। আমরা দলগুলোকে নিয়ে বসেছিলাম।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এজন্য আমরা সংলাপ করেছি। যারা আসছে না, তাদেরও আমরা একাধিকবার ডেকেছি। সিইসি ব্যক্তিগতভাবেও চিঠি দিয়েছিলেন। তারা কিন্তু আসেনি। এখন আস্থা নেই। আস্থায় আনারও একটা বিষয় আছে। যারা এ রকম বলছেন ইসির মোটেই সদিচ্ছা নেই যে, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এই ধারণা অমূলক।

রাশেদা সুলতানা আরও বলেন, আমরা যেটাই করছি, সেটাই নাকি লোক দেখানো। আমরা যেটাই করছি, সেটাই নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছি। আমরা এ পর্যন্ত এই দেড় বছরে এমন কী কাজ করেছি, সবার কাছে সবিনয়ে প্রশ্ন রাখতে চাই, যে কাজের জন্য আস্থায় আমরা যেতেই পারছি না, নেওয়াই যাচ্ছে না। কী এমন করেছি, এটা আমরা জানার একটা আকুলতা।

কর্মশালায় সিইসি, অন্য নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশন জ্যেষ্ঠ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।