ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পটুয়াখালী-১ উপ-নির্বাচন নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
পটুয়াখালী-১ উপ-নির্বাচন নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

ঢাকা: জাতীয় সংসদের পটুয়াখালী-১ শূন্য আসনে উপ-নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে মঙ্গলবার (২৪ অক্টোবর)।

সোমবার (২৩ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

তারা বলেছেন, মঙ্গলবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে ‘২৫-তম কমিশন সভা’ অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচিতে পটুয়াখালী-১ শূন্য আসনের উপ-নির্বাচন ও তফসিল ঘোষণার বিষয়টি রাখা হয়েছে।

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া গত শনিবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।