ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

দ্বাদশ সংসদ নির্বাচন: মনোনয়নপত্র নিলেন মুক্তাগাছার উপজেলা চেয়ারম্যান  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
দ্বাদশ সংসদ নির্বাচন: মনোনয়নপত্র নিলেন মুক্তাগাছার উপজেলা চেয়ারম্যান  

ময়মনসিংহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই আকন্দ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম লুৎফর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।  

সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমার জানা মতে, আজ (১৬ নভেম্বর) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  

এ বিষয়ে মনোনয়নপত্র সংগ্রহকারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ বলেন, জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এ কারণেই মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনই আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি, এ উপজেলার সর্বস্তরের জনগণ আমার পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।