ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শনিবার বিকেল পর্যন্ত এনআইডি সার্ভার বন্ধ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
শনিবার বিকেল পর্যন্ত এনআইডি সার্ভার বন্ধ 

ঢাকা: উন্নয়ন কাজের জন্য জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন সার্ভার শনিবার বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

শুক্রবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন।

তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ সম্পন্ন হয়েছে। অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালীন সার্ভার, র‍্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সার্ভিসসমূহ আগামী শনিবার বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

নির্বাচন কমিশন থেকে এনআইডি যাচাই সংক্রান্ত সেবা নেয় ১৭৫টির মতো প্রতিষ্ঠান। এদের মধ্যে ব্যাংক, বিমা, মোবাইল অপারেটর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে। এসব প্রতিষ্ঠান ও সংস্থা এনআইডি যাচাইয়ের সেবা পাবে না শনিবার বিকেল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।