ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিএনপি ভোটে এলে তফসিল পুনর্নির্ধারণ করতে রাজি: ইসি আলমগীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
বিএনপি ভোটে এলে তফসিল পুনর্নির্ধারণ করতে রাজি: ইসি আলমগীর

রাজবাড়ী: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসে, তাহলে আমরা যে শিডিউল (তফসিল) ঘোষণা করেছি, প্রয়োজনে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুবিধার্থে সেটি রিশিডিউলড (পুনর্নির্ধারণ) করতে সম্মত আছি।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের এ কথা বলেন ইসি আলমগীর।

তিনি আরও বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। সাধারণ ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যথাযথ ভূমিকা পালন করবে। সংবাদকর্মীরা তাদের নীতিমালা অনুযায়ী সংবাদ সংগ্রহ করবেন। ভোটের দিনটি হবে উৎসবমুখর।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।