ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

নির্বাচন ও ইসি

সুষ্ঠু নির্বাচনের সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: ইসি আনিছুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
সুষ্ঠু নির্বাচনের সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: ইসি আনিছুর

কক্সবাজার: বিএনপি নির্বাচনে এলে তফসিল পেছানোর কথা জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন,এখনও সময় ফুরিয়ে যায়নি। তারা নির্বাচনে আসার ইচ্ছাপোষণ করলে তফসিল পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কক্সবাজার ও বান্দরবানের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নিবন্ধিত দলগুলোকে বারবার নির্বাচনে আসার আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মো. আনিছুর রহমান। এতে দুই জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় যোগ দিতে নির্বাচন কমিশনার আনিছুর রহমান মঙ্গলবার সকাল ৯টায় কক্সবাজারে পৌঁছান।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।