ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশালের ৬ আসনে স্বশিক্ষিত ৮ প্রার্থী, পিএইচডিধারী ১

​​​​​​​স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
বরিশালের ৬ আসনে স্বশিক্ষিত ৮ প্রার্থী, পিএইচডিধারী ১

বরিশাল: বরিশাল জেলার ছয়টি আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে এখন বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন ৪৫ জন।

রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত হলফনামার তথ্য অনুযায়ী, এই ৪৫ জন প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত রয়েছেন ৮ জন, এসএসসি ও সমমান পাস করা প্রার্থী রয়েছেন ৪ জন, এইচএসসি পাস করেছেন ৪ জন, বাকিদের মধ্যে অনার্স বা সমমান থেকে মাস্টার্স বা সমমান পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে ২৮ জনের। আর একজন প্রার্থী রয়েছেন পিএইচডি ডিগ্রিধারী।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ স্বশিক্ষিত, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকান্দার আলী এলএলবি করেছেন এবং এনপিপির মো. তুহিন দাখিল পাস করেছেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার মো. ইউনুস এলএলবি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ এবং একই দলের অপর প্রার্থী মো. জহুরুল ইসলাম এসএসসি, কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস বিএ, জাতীয় পার্টির ইকবাল হোসেন বিএসসি ও জাতীয় পার্টির অপর প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ এমএসসি, জাকের পার্টির স্বপন মৃধা এমএ, তৃণমূল বিএনপির মো. শাহজাহান সিরাজ এইচএসসি, এনপিপির সাহেব আলী স্বশিক্ষিত, স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক স্নাতক, মো. মনিরুল ইসলাম এইচএসসি পাস করেছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সরদার মো. খালেদ হোসেন স্নাতক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ এবং একই দলের অপর প্রার্থী টিপু সুলতান এলএলবি, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু স্নাতক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আজমুল হাসান জিহাদ এলএলবি, তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন এইচএসসি, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এইচএসসি, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক পিএইচডি ও মো. আতিকুর রহমান বিএসসি পাস করেছেন।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে জাতীয় পার্টির মিজানুর রহমান স্বশিক্ষিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু এসএসসি এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ বিএসসি অনার্স সম্পন্ন করেছেন।

বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক গ্রাজুয়েশন, জাতীয় পার্টির ইকবাল হোসেন বিএসসি, জাকের পার্টির মো. আবুল হোসাইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এনপিপি’র আব্দুল হান্নান সিকদার স্বশিক্ষিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামান স্নাতক, বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন এসএসসি, স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বশিক্ষিত ও মো. সালাহউদ্দিন রিপন বিকম পাস করেছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাফিজ মল্লিক মাস্টার ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস), জাতীয় পার্টির নাসরিন জাহান রত্মা স্বশিক্ষিত, তৃণমূল বিএনপির টি এম হজিরুল হক তুহিন বিএ, এনপিপির মো. মোশারফ হোসেন স্বশিক্ষিত, জাসদের মোহম্মদ মোহসীন ডিপ্লোমা ইন কমার্স, জাকের পার্টির মো. হুমায়ুন কবির সিকদার স্বশিক্ষিত, বাংলাদেশ কংগ্রেসের মো. মাইনুল ইসলাম এলএলবি, স্বতন্ত্র প্রার্থী রাজিব আহম্মদ তালুকদার এমবিএ, মো. শাহবাজ মিঞা অনার্স, মো. কামরুল ইসলাম খান এমবিএ, খান আলতাফ হোসেন এমএ এলএলবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।